প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ আগস্ট,,
আমতলী থানার রানীর খামার এলাকায় ঘরের ভিতর উদ্ধার হল এক তরুণী জনজাতি গৃহবধূর মৃতদেহ। ধারণা করা হচ্ছে গৃহবধূর স্বামী গামছা গলায় পেঁচিয়ে তাঁকে খুন করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি স্ত্রী খুনে সন্দেহভাজন স্বামীকে আটক করেছে। মৃত গৃহবধূর নাম সরি দেববর্মা(৩০)। স্বামীর নাম রঞ্জিত দেববর্মা। তারা স্বামী-স্ত্রী আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব এলাকায় কৃষ্ণ দাসের রাবার বাগানে কাজ করত। তাদের গ্রামের বাড়ি ধলাই জেলায়। গত তিন বছর যাবত তারা রাবার বাগানে একটি বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িতেই শনিবার সকালে গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনার বিবরণে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর গৃহবধূর মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের গলায় দাগ রয়েছে। পাশে একটি ছেঁড়া গামছা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্বামীই গৃহবধূকে হত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থলে ফরেনসিক টিম ডেকে নেয়। পুলিশ স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে। যদিও মৃতার স্বামী বিশ্বজিত দেববর্মার দাবি সরি দেববর্মা আত্মহত্যা করেছে। আমতলী থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments