প্রতিধ্বনি প্রতিনিধি,, ৩১ জুলাই,,
রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে বুধবার তেলেঙ্গানায় গেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন। এদিন তিনি হায়দ্রাবাদে গেলে সেখানে রাজ্যের ভাবি রাজ্যপালের সঙ্গে দেখা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ. রেভান্থ রেড্ডি। মুখ্যমন্ত্রী ভাবি রাজ্যপাল যীষ্ণু দেব বর্মনের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে স্বাগত জানান। একইভাবে হায়দ্রাবাদ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাজ্যপাল হিসেবে যীষ্ণু দেব বর্মনকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন সেই রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। খুব শীঘ্রই ত্রিপুরার ছেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
Recent Comments