Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবর"মুখ্যমন্ত্রীর বার্তায় রাজ্যে সন্ত্রাস বেড়ে গেছে ":ভোট সন্ত্রাস নিয়ে অভিযোগ সুদীপ বর্মনের।

“মুখ্যমন্ত্রীর বার্তায় রাজ্যে সন্ত্রাস বেড়ে গেছে “:ভোট সন্ত্রাস নিয়ে অভিযোগ সুদীপ বর্মনের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১১ জুলাই,,

ত্রিস্তর পঞ্চায়েত ঘোষণার আগে এবং পরে রাজ্য রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় এবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ বাবু এদিন চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রীকে এক প্রকার সন্ত্রাসের উস্কানি দাতা হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি এবং বর্তমান রাজনৈতিক সন্ত্রাস নিয়ে আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন “রাজ্যটা এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঘটছে সারা রাজ্য জুড়ে। এর উপর চিফ মিনিস্টারের ‘১০০ শতাংশ পঞ্চায়েত চাই,’ গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরে সারা রাজ্যে সন্ত্রাস বেড়ে গেছে।” বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে চারটি জায়গায় বিরোধীদের উপর হামলা হয়েছে। সাতচাঁদ আরডি ব্লক, তেপানিয়া ,ঢুকলি এবং সালেমা আর ডি ব্লকে ভিডিওদের ডাকে বিরোধীরা সর্বদলীয় বৈঠকে গেলে তাদের উপর হামলা হয়।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেছেন অনেক জায়গায় বিরোধীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়। মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। গত পরশুদিন কল্যাণপুর আর ডি ব্লকে এবং এর আগে মোহনপুর আরডি ব্লকেও সর্বদলীয় বৈঠকে বিরোধীদের উপর হামলা হয়েছে । এসব ঘটনায় সুদীপ বাবু অভিযোগ করে বলেন “সন্ত্রাসের অপর নাম বিজেপি, বিজেপির অপর নাম সন্ত্রাস।” তিনি দলীয় কর্মীদের আহ্বান রাখেন এই সন্ত্রাসের মধ্যে থেকেই ফাইট চালিয়ে যেতে হবে। কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের কাছে তিনি আহ্বান রাখেন পিছুপা না হয়ে বুক চিতিয়ে লড়াই করার । আহ্বান রাখেন ‌সঙ্গবদ্ধভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক সুদীপ রায় বর্মন আরো বলেন , শাসকদলের এই সন্ত্রাসের কারণ হচ্ছে তারা জানে তাদের পায়ের তলায় জমি নেই। তাই তারা গায়ের জোরে জিততে চাইছে। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি তীব্র আসন্তোষ ব্যক্ত করেছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments