সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৮ অক্টোবর,,,
মধুপুরে রাবার ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্ক তৈরি হয়েছে। জানা যায় মধুপুর জাম চৌমুহনী এলাকার ব্যবসায়ী হরিপদ সাহা দীর্ঘদিন ধরে রাবার ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হরিপদ সাহা। যদিও তার বাড়ি দোকান থেকে দেড়শো মিটার দূরত্বে। মাঝপথে মুখে কালো কাপড় বেঁধে তার পথ আটকায় ছিনতাইকারীরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি আক্রমণ করে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি জানান তার ব্যাগে প্রায় তিন লক্ষ টাকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ । সন্দেহজনকভাবে দুই যুবককে রাতেই আটক করে পুলিশ। মধুপুর থানায় যোগাযোগ করলে তদন্তের বাহানায় মুখ খুলতে চাইছেন না পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য কিছুদিন পূর্বে গকুলনগরে রাস্তারমাথা এলাকার ছিনতাই কাণ্ডে কমলা সাগর বিধানসভার মিয়াপাড়া ও নতুন কলোনির ছয় ছিনতাইকারীকে আটক করেছিল বিশালগড় থানার পুলিশ। গতকালকের ছিনতাই কাণ্ডে এই ছিনতাই কারীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন ব্যবসায়ী মহল। এখন দেখার পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে।
Recent Comments