সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৪ নভেম্বর,,
মাদক বিরোধী অভিযানে গিয়ে বিএসএফের বিরুদ্ধে দুই লক্ষ টাকা চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে বক্সনগর কমলচৌড়া থানা এলাকায়। পুলিশের হাতে যেত মাদক কারবারের স্ত্রী বিএসএফের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। ঘটনার বিবরণে জানা যায় ২১ নভেম্বর রাতে ভেলোয়ারচর লিটন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমানে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা টেবলেট উদ্ধার করেছিল কলমচৌড়া থানার পুলিশ এবং বি এস এফ ।

অভিজানের সময় পুলিশ লিটন মিয়াকে বাড়ি থেকে আটক করে এবং এনডি পি এস আইনে মামলা নিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সেই মামলার তদন্ত শুরু করতেই পরদিন লিটন মিয়ার স্ত্রী শিল্পী আখতার কলমচৌড়া থানায় বি এস এফের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। শিল্পী আক্তারের অভিযোগ বি এস এফ নেশা বিরোধী অভিযানে নেমে তাদের বাড়িতে তল্লাসির সময় ঘর থেকে নগদ দুই লক্ষ টাকা নিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে সেই দুই লাখ টাকার হিসেব চাপা রেখে সরকারি তথ্য থেকে বাদ দিয়ে দেওয়া হয়।


মাদক কারবারীর স্ত্রীর এই অভিযোগে বিভিন্ন মহলের সন্দেহ তৈরি হলেও অভিযানকারী দলের পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে একাংশ মহল থেকে। কেননা অভিযানকারী দলের নেতৃত্বে ছিল থানার পুলিশ। তাছাড়া সম্প্রতি অন্য আরেকটি ঘটনায় রাতের অন্ধকারে ডাকাত সেজে বহু লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। আন্তর্জাতিক সীমান্ত ঘেষা এলাকায় পরপর পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে খোদ পুলিশ মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও মাদক কারবারি লিটন মিয়ার ঘটনায় তার স্ত্রীর অভিযোগ মিথ্যা হিসেবে দাবী করে তেমন কোনো গুরুত্ব দেয়নি পুলিশ।
Recent Comments