প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ সেপ্টেম্বর,, বাংলাদেশের চট্টগ্রামে সংখ্যালঘু চাকমাদের উপর বর্বর হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল আগরতলায়। শনিবার আগরতলার বুদ্ধ মন্দির এলাকায় একযোগে বিক্ষোভে সামিল হন তিপড়া মথার যুব সংগঠন সহ রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। আগরতলা বেনুবন বুদ্ধ বিহারের সামনে বৌদ্ধ ভিক্ষুরা প্রতিবাদে সামিল হন। তারা বাংলাদেশে বৌদ্ধদের উপর পারমাণবিক হামলার ঘটনার নিন্দা জানান এবং অত্যাচার বন্ধের দাবি তোলেন।
একইভাবে বাংলাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা রাজ্য রাইমাভ্যালি ভিক্ষু সংঘ বুদ্ধ মন্দির স্থিত বেনুবন বিহারের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে। শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে এবং শান্তি স্থাপনের বার্তা দেয়। একইভাবে ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের উদ্যোগ সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশ থেকে রেলি করে বাংলাদেশ সহকারী হাই কমিশনে ডেপুটেশনে প্রদান করা হয়। নেতৃত্ব ছিলেন ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের সভাপতি সূরজ দেববর্মা। বাংলাদেশ হাই কমিশনের ডেপুটেশন দিয়ে তারা বাংলাদেশ চাকমা সহ হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানান। একইভাবে গোটা বাংলাদেশ সংখ্যালঘুদের আক্রমণের প্রতিবাদে ত্রিপুরায় চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংগঠন মিলে শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করেন। প্রচুর ছাত্র ছাত্রী এই প্রতিবাদে অংশ নেয়।
প্রতিবাদ রেলি আগরতলা বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের সহ-সভাপতি ধর্ম চাকমা বাংলাদেশের মুসলিমদের দ্বারা হিন্দু এবং চাকমাদের উপর নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছেন। সেই সমস্ত ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়োগ তারা নিন্দা জানিয়েছেন। অবিলম্বে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা বন্ধ করার দাবির পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম কে ভারতের অন্তর্ভুক্ত করার দাবী তুলেছে চাকমা ছাত্র সংগঠন।
Recent Comments