প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ আগস্ট,,
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আন্দোলনকারীদের প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল ও তানজিম উদ্দিন। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচনা শেষে সাংবাদিকদের সামনে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম।
একইভাবে ছাত্র নেতৃত্ব দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য নাগরিকদের কাছে আহ্বান রেখেছেন। নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছে আইন-শৃঙ্খলা সুস্থ রাখা এবং পুলিশকে সহযোগিতা করার জন্য। জানা গেছে নোবেল জয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে উপদেষ্টা করে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয়েছে তার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একজন গুণী সংখ্যালঘু প্রতিনিধি সহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সমন্বয়বাদী ধর্মীয় নেতার নাম প্রস্তাব করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত চেষ্টা চলছে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রেখে ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করার। তবে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন স্থানে কিছু উশৃঙ্খরতা জারি রয়েছে। উশৃংখল একটি অংশ পুলিশ কর্মী এবং সংখ্যালঘুদের নিশানায় রেখে হামলা হুজ্জতি করার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ছাত্র এবং যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে আহ্বান করেছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব। প্রসঙ্গত ড. মোঃ ইউনূস ফ্রান্সে অবস্থান করছেন। বুধবার তিনি দেশের উদ্দেশে রওনা হবেন। খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হবে বলে জানা গেছে।
Recent Comments