প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,
রাজ্যে বন্যা পরবর্তী ত্রাণ ও পুনরুদ্ধারের কাজকে তরান্বিত করার লক্ষ্যে বুধবার মহাকরণে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং জেলাশাসকদের ভার্চুয়াল উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠকের পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৈঠকে প্রতিটি দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুনরুদ্ধারের বর্তমান স্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী খোঁজ-খবর নেন। ক্ষতিগ্রস্থ সড়ক পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্থ গৃহের পুনর্নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিবহন, সুস্বাস্থ্য সুনিশ্চিতকরণ, পানীয়জলের সুবন্দোবস্ত, কৃষকদের সাহায্য, নিঃশুল্ক রেশন সামগ্রীর বন্টন, পাঠ্যপুস্তক বিতরণ, নির্মাণ শ্রমিকদের সহায়তা সহ একাধিক গৃহীত কর্মসূচির সর্বশেষ স্থিতি সম্পর্কে অবগত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যম থেকে এই তথ্য জানা গেছে।
Recent Comments