প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,
গত চার দিন ভয়াবহ বন্যায় রাজ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ মানুষজন। রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্রে কোনো না কোনোভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নাগরিকরা। বন্যার প্রভাব কিছুটা কাটতেই এবার ক্ষতিগ্রস্তদের বাড়িঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিতে শুরু করেছেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়করা। পানিকে আবার নিজ এলাকার বাইরে গিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে দুর্গতদের খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার এমনই চিত্র দেখা গেছে খয়েরপুর বিধানসভা কেন্দ্র এবং উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে। খয়েরপুরে বিধায়ক রতন চক্রবর্তী এলাকার ক্ষতিগ্রস্তদের বাড়িঘরে যান। তাদের ক্ষতির পরিমাণ নিজের চোখে দেখেন। তাদের প্রতি সহানুভূতি জানান এবং প্রাথমিকভাবে কিছু আর্থিক সাহায্য করেন। একইভাবে তিনি তাদেরকে আগামী দিনে প্রশাসনিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে উদয়পুরে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস। তিনি শরণার্থী শিবিরে যান শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি তাদেরকে সহমর্মিতা জানিয়েছেন এবং আগামী দিনে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদেরকে কিভাবে সাহায্য করার পরিকল্পনা চলছে সেই বিষয়ে প্রতিক্রিয়া দেন। ভগবান দাস বলেন বন্যায় যদি কারোর সরকারি নথিপত্র নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে বিশেষ শিবিরের মাধ্যমে তাদেরকে সেগুলি পুনরায় তৈরি করার ক্ষেত্রে প্রশাসন সিদ্ধান্ত নেবে।
Recent Comments