প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ সেপ্টেম্বর,,
বন্যা দুর্গত ত্রিপুরায় অসহায় লোকেদের সাহায্য করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার। প্রণব সরকারের উদ্যোগে লোকনাথ সেবাশ্রম এবং আনন্দময়ী সংঘ যৌথভাবে ৫ শতাধিক লোকের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রবিবার অমরপুর এবং বিলোনিয়া মহকুমার বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
প্রণব বাবু বলেন রাজ্যে ভয়াবহ বন্যায় বিলোনিয়া মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত মানুষরা অনেকেই পরনের কাপড় পড়ে জীবন নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসেছেন।প্রাকৃতিক দুর্যোগে তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। অথচ এই অবস্থায় মহাকুমা প্রশাসন থেকে এখনো পর্যন্ত তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করা হয়নি। দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেই মনে করেন প্রণব সরকার। তিনি এর আগেও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং সাহায্য করেছেন। আগামী দিনেও তার এই কর্মপ্রয়াস জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। প্রণব সরকারের সঙ্গে এই কর্মসূচিতে আরো অনেক সাংবাদিক সহ লোকনাথ সেবাশ্রম এবং আনন্দময়ী সংঘের পরিচালকদের একাংশ উপস্থিত ছিলেন।
Recent Comments