সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৬ মার্চ,,
চোরাই কাঠের ব্যবসাকে কেন্দ্র করে বড় ভাইকে গলা টিপে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই খুনের ঘটনা বুধবার বিকেলে বিশালগড় থানার কামথানা এলাকায়। মৃত ব্যক্তির নাম তপন সরকার। তপন সরকারকে তার বাড়িতেই নিজের ছোট ভাই স্বপন সরকার গলাটিপে খুন করেছে বলে অভিযোগ। পরবর্তীকালে বিশালগড় থানার পুলিশ বড় ভাই খুনের অভিযুক্ত স্বপন সরকারকে গ্রেফতার করে। ঘটনার বিবরণী জানাযায় বিশালগড় বনদপ্তরে কর্মীরা বুধবার বিকেলে আড়াই লক্ষ টাকার অবৈধ কাঠের লগ উদ্ধার করে কৈয়াঢেপা থেকে। টি আর ০১ এন ১৮৫১ নাম্বারে একটি গাড়ি থেকে এসব চোরাই কাঠ উদ্ধার হয়েছিল।
সূত্রের দাবি কামথানা এলাকার স্বপন সরকার সেই অবৈধ চোরাই কাঠের মালিক। স্বপন সরকারের ধারণা তার চোরাই কাঠ বনদপ্তরের কর্মীরা নিয়ে যাওয়ার পেছনে বড় ভাই তপন সরকারকে হাত রয়েছে। এই সন্দেহে বুধবার সন্ধ্যারাতে তপন সরকারকে ঘরের মধ্যে ফেলেই গলা টিপে হত্যা করে স্বপন। পরিবারের সদস্যরা তপন সরকারকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত স্বপন সরকারকে গ্রেফতার করে। মৃত তপন সরকারের দেহ ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
Recent Comments