Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরবক্সনগরে নিজ বাড়িতে খুন ব্যবসায়ী; অভিযোগের তীর স্ত্রী, ছেলে,মেয়ের জামাইর বিরুদ্ধে।

বক্সনগরে নিজ বাড়িতে খুন ব্যবসায়ী; অভিযোগের তীর স্ত্রী, ছেলে,মেয়ের জামাইর বিরুদ্ধে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ২ জুলাই,,

নিজ বাড়িতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী, ছেলে এবং মেয়ের জামাইর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ত্রিপুরার সিপাহীজলা জেলার বক্সনগরে সীমান্তবর্তী গ্রাম (তারকাটার বেড়ার ওপারে) নজরপুরাতে। মৃত ব্যক্তির নাম মনির হোসেন(৫৮)। অভিযোগ মনির হোসেনকে তাঁর নজরপুরা বাড়িতে ২৭ জুন প্রচন্ডভাবে পিটিয়েছিল তাঁর স্ত্রী মায়া আক্তার,মেঝ ছেলে ইয়াসিন মিয়া এবং মেয়ের জামাই সায়ন মিয়া। অভিযোগ মনির হোসেনের স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে নিজের মেয়ের জামাই সায়ন মিয়ার সাথে। সেই সম্পর্ক নিয়ে মনির হোসেন আপত্তি করায় তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। মেয়ের জামাই সায়ন মিয়া তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় প্রচন্ডভাবে আঘাত করে তাঁকে মৃত্যুর পথে বাড়িতে ফেলে বাংলাদেশ পালিয়ে গিয়েছিল। ঘটনার সময় মনির হোসেনের ছোট ছেলে বাড়ির বাইরে ছিল। সে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় মনির হোসেনকে ১৫১ নম্বর গেটের বিএসএফের সহায়তায় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনির হোসেনকে জিবি হাসপাতালের রেফার করা হয়েছিল। সোমবার দুপুরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনির হোসেনের।এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোক রয়েছে। স্থানীয় সূত্রের বিবরণ মনির হোসেন বিভিন্ন ধরনের বর্ডার ব্যবসার সাথে জড়িত ছিলেন। এক সময় তিনি বিশাল টাকার মালিক ছিলেন। কিন্তু কয়েক গত কয়েক বছরে তাঁর সমস্ত টাকা নিয়ে বাংলাদেশি মেয়ের জামাই এবং ছেলে, তার স্ত্রী মায়া আক্তার মিলে তাঁকে রীতিমত রাস্তায় নামিয়ে দেয়। এর মধ্যেই মনির হোসেনের স্ত্রী নিজের মেয়ের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন বলে অভিযোগ। সেই সম্পর্কের আপত্তি করায় অবশেষে মনিরকে তাঁর পরিবারের লোকেরা মিলে খুন করেছে বলে অভিযোগ রয়েছে। কলমচৌড়া থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত করছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments