প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ সেপ্টেম্বর,,
বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭২ বছর। ১৯ অগস্ট সীতারাম ইয়েচুরিকে ফুসফুসের সংক্রমণ জনিত সমস্যায় অসুস্থ অবস্থায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুপুর ৩টা ৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সিপিআইএম দলীয়ভাবে জানিয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই অকাল প্রয়াণে সারা দেশের সাথে শোক রয়েছে রাজ্য সিপিআইএম সহ বামপন্থীদের নেতৃবৃন্দের মধ্যে। একইভাবে সিপিএমের সাধারণ সম্পাদকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফের শোক ব্যক্ত করা হয়েছে।
Recent Comments