Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরপুনর্বাসন সহ ৫ দফা দাবি, কাঞ্চনপুরে ৪৮ ঘন্টার অনশনে আত্মসমর্পণকারী অস্বীকৃত বৈরী...

পুনর্বাসন সহ ৫ দফা দাবি, কাঞ্চনপুরে ৪৮ ঘন্টার অনশনে আত্মসমর্পণকারী অস্বীকৃত বৈরী সদস্যরা।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ আগস্ট,,

পূর্ব ঘোষণা অনুযায়ী ৫ দফা দাবীতে ৪৮ ঘন্টার অনশনে বসল আত্মসমর্পণকারী অস্বীকৃত বৈরী সদস্যদের সংগঠন। এদিন সকাল আটটা থেকে কাঞ্চনপুরে মনপুই যাত্রী শেডে এই অনশন শুরু হয়েছে। অনশন মঞ্চে চার শতাধিক আত্মসমর্পণকারী অংশগ্রহণ করেছেন। অনশন কর্মসূচিতে এন.এল.এফ.টি, বি.এন.সি.টি এবং এ.টি.টি.এফের আত্মসমর্পণকারী বৈরী সদস্য, তাদের পরিবারের লোক অংশ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান উধররাম রিয়াং বলেন সিপিআইএম জমানায় তারা রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তৎকালীন আত্মসমর্পণের সময় তাদের কোন সরকারি কাগজ দেওয়া হয়নি। সরল মানসিকতায় তারা তৎকালীন সময়ে সরকারের প্রতিনিধিদের মুখের কথায় রাজি হয়ে জঙ্গল জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে সরকার তাদের সাথে রীতিমতো বিশ্বাসঘাতকতা করেছে। সুস্থ জীবন যাপনের ন্যূনতম পরিষেবা তারা সরকারের কাছ থেকে পাননি। এমনকি তাদেরকে দেওয়া হয়নি পুনর্বাসন কিংবা সুষ্ঠু পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত। বর্তমান সরকারের কাছেও তারা একাধিকবার ডেপুটেশন এবং চিঠি দিয়েছেন। কিন্তু সরকার তাদের কথা শুনছে না তাই বাধ্য হয়ে তারা অনশন আন্দোলনে বসেছেন। আপাতত ৪৮ ঘন্টার জন্য অনশন শুরু হলেও সরকার দাবি না মানলে আগামী দিনে এই অনশন আমরণ অনশনে পরিণত হবে বলে তারা হুমকি দিয়েছেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

অন্যদিকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এস কে জমাতীয়া বলেন ৫ দফার অতি সাধারণ দাবি নিয়ে ২০১৮ সাল থেকে আমাদের আন্দোলন জারি হয়েছে। বছরের পর বছর দাবি জানালেও আমাদের দাবি পূরণ হচ্ছে না। পুনর্বাসন, সুষ্ঠু পানীয় জলের ব্যবস্থা, মামলা প্রত্যাহার সহ ৫ দফা দাবির ভিত্তিতে এই অনশন আগামী দিনে বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে বলে তিনি হুমকি দিয়েছেন।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments