প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২ জুলাই,,
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন করে ১৬ টি জীবন রক্ষাকারী এম্বুলেন্স চালু করল রাজ্য পরিবহন দপ্তর। পরিবহন দপ্তরের অর্থে কেনা এই ১৬ টি এম্বুলেন্স তুলে দেওয়া হল ত্রিপুরা পুলিশ এবং অগ্নি নির্বাপন দপ্তরের হাতে। একইভাবে বিশেষ পদ্ধতিতে তৈরি গাড়ির অবস্থান নিরীক্ষণ সিস্টেমের আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার। এদিন আগরতলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এম্বুলেন্স পরিষেবার সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পরিবহন দপ্তরের প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে বলে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। একইভাবে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শূন্যের কৌটায় নামিয়ে আনতে পরিবহন দপ্তর ক্রমাগত কাজ করে চলছে বলে মন্ত্রী জানিয়েছেন।
