প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ১১ জানুয়ারি,,
নাশকতার আগুনে পুড়ল এক ঠিকেদারের মাটি কাটার জেসিবি। শুক্রবারে গভীর রাতে এই ঘটনা ঘটে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ আরডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকাতে। উদয়পুর এলাকার প্রবীর কুমার নন্দী এই জেসিবি গাড়িটি ২৪ ডিসেম্বর থেকে শ্যামলী বাজার এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ে বাঁধ নির্মাণের কাজে লাগিয়েছিলেন। শুক্রবার কাজ করার পর জেসিবিটি সেখানেই রাখা ছিল। শনিবার সকালে দেখা যায় রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা জেসিবিটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেসিবির মালিক প্রবীর কুমার নন্দী। তিনি পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Recent Comments