আগরতলা,,২১ জুলাই,,
ডিজে বাজিয়ে অশ্লীল অঙ্গ ভঙ্গি নয়। বরং ধর্মীয় সংস্কৃতি মেনে মানবসেবাকে গুরুত্ব দিয়েই প্রতি বছরের ন্যায় এবারো আগরতলায় ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদের জন্মদিন পালন করা হবে। রবিবার আগরতলা গাউছিয়া সমিতি এবং স্মৃতি সংসদের উদ্যোগে নবীজির জন্মদিন উদযাপন কমিটির প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইন্দ্রনগর গাউছিয়া সমিতির অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পীরজাদা তৌসিফুল হুদা। ছিলেন ইন্দ্রনগর গাউছিয়া সমিতি এবং স্মৃতি সংসদের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ৬ আগরতলার সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি মুফতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
প্রস্তুতি বৈঠকে গাউছিয়া সমিতির অন্তর্গত ৩২ টি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পীরজাদা বৈঠকে বলেন নবীজি বিশ্ব শান্তি এবং সৌভাতৃত্বের প্রতীক। তিনি মানব সেবায় বিশ্বাসী ছিলেন। তাই উনার জন্মদিনে মানব সেবামূলক কর্মসূচিকেই প্রাধান্য দেওয়া হবে। রক্তদান সহ হাসপাতালে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। একইভাবে শান্তির বার্তা ছাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। তবে সেই শোভাযাত্রায় কোন ধরনের হিন্দি গান কিংবা ডিজে বক্সের মধ্য দিয়ে শব্দ দূষণ গ্রাহ্য করা হবে না। এই বিষয়ে প্রস্তুতি বৈঠকে সর্ব সিদ্ধান্তক্রমে ধর্মীয় সংস্কৃতি এবং প্রশাসনিক নিয়ম-নীতি মেনে চলার জন্য সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত আরবি ১২ রবিউল আউয়াল এবং ইংরেজি ক্যালেন্ডার হিসেবে ১৬ সেপ্টেম্বর হযরত মুহাম্মদ এর জন্মদিন। ইসলাম ধর্ম প্রবর্তক নবীজির জন্মদিনকে কেন্দ্র করেই এদিনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
Recent Comments