প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ সেপ্টেম্বর,,
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজের সামাজিক দায়িত্ব নিয়ে ত্রাণ বিতরণ জারি রেখেছেন ৬ আগরতলার মন্ডল সম্পাদক তথা ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ রায়। বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ রায় বন্যা কালীন পরিস্থিতিতে শুরু থেকেই দুর্গতদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। সোমবার বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয় ৬ আগরতলার ৩৯ নম্বর বুথের মসজিদ পাড়ায়। উপস্থিত ছিলেন স্থানীয় যুবনেতা আল আমিন মিয়া।
এদিন এলাকার অসহায় লোকেদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। আগামী দিনেও এই ধরনের কর্মসূচির জারি থাকবে বলে বিশ্বজিৎ রায় জানিয়েছেন। তিনি বলেন মোদিজীর “সবকা সাত সবকা বিকাশ”-র লক্ষ নিয়ে কাজ করছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকার। এই সরকারের শাসনে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বে অবিচল থেকেই আমরা আগামী দিনেও এই ধরনের কাজ জারি রাখবো।
Recent Comments