সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৫ জানুয়ার
রনজি ট্রফিতে ২০১৯-২০ সালে শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে লালা অমরনাথ পুরস্কার ভূষিত হয়েছেন রাজ্যের প্রতিভাবান ক্রিকেটার মনি শংকর মোরা সিং। বুধবার মনিশঙ্কর মুরাসিংকে সম্মান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে মনি শংকর মুরাসিংকে ত্রিপুরার গর্ব হিসেবে উল্লেখ করেছেন।
Recent Comments