Tuesday, October 21, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরত্রিপুরায় বিজেপির বিপুল জয় 'হাসি'-তে উড়ালের প্রাক্তন মুখ্যমন্ত্রী ! প্রহসনের অভিযোগ।

ত্রিপুরায় বিজেপির বিপুল জয় ‘হাসি’-তে উড়ালের প্রাক্তন মুখ্যমন্ত্রী ! প্রহসনের অভিযোগ।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ জুন,,

লোকসভা ভোটে ত্রিপুরায় বিজেপির বিপুল জয় নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকার বলেন ত্রিপুরা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে, গৃহবন্দি করে ভোট লুট করে ,ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখানো হয়েছে। দুটি লোকসভা আসনে যেখানে গড়ে ৭১ শতাংশ ভোট দেখানো হয়েছে, সেখানে ত্রিপুরার লোকসভা নির্বাচনে কোন দল গত ২৫-৩০ বছরে এই ধরনের ফলাফল করেছে তা হয়নি। নিজেদের(বামেদের) ক্ষমতায় থাকার সময়ে লোকসভা ভোটের প্রসঙ্গ তুলে বর্তমানের ফলাফলের বিষয়টিকে অনেকটা রহস্যজনক হিসেবে ব্যাখ্যা করেছেন মানিক বাবু। তিনি বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় পাওয়ার বিষয়টিকে এক প্রকার ‘হাসি’ দিয়ে উড়িয়ে দেন।

প্রশ্ন তুলে দেন ভোটকে প্রহসন করে এইভাবে জয় কিসের লক্ষণ? মানিকবাবু বলেন এগুলো শক্তি নয় দুর্বলতার লক্ষণ। বিজেপি ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে দুর্বল হয়ে পরছে । সারা দেশের অবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন এবার হেরে হেরে জিততে পেরেছেন। জনবিচ্ছিন্ন হওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে গণতান্ত্রিক আন্দোলনের যারা নেতৃত্ব এলাকাভিত্তিক তাদের উপর হামলা হচ্ছে ভয় দেখাবার জন্য। মানুষ এগুলো মেনে নেবে না। প্রসঙ্গত মঙ্গলবার রাতে রাজধানীর পূর্ব শিবনগর উদিচি ক্লাব সংলগ্ন মনিশ ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতীদল হামলা করেছিল। ঘটনার খবর পেয়ে মনিশ ঘোষের বাড়িতে গিয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments