সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৯ সেপ্টেম্বর,,
ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহ আলম মজুমদার। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব নেন। জুম্মার নামাজের পর তিনি হজ ভবনে যান এবং সেখানে কর্মীরা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন। শাহ আলম মজুমদার ত্রিপুরা রাজ্য হজ কমিটির পঞ্চম চেয়ারম্যান হিসেবে এদিন দায়িত্ব নিয়েছেন। হজভবনে নতুন চেয়ারম্যানকে সংবর্ধনা জ্ঞাপন করে ত্রিপুরা এসপি কিউ ই ই এম টিচার্স অ্যাসোসিয়েশনের সদর বিভাগীয় কমিটি। নেতৃত্বে ছিলেন সদর বিভাগের সম্পাদক মোখলিছুর রহমান, লিটন মীর , জাকির হোসেন সহ অন্যান্যরা ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহ আলম মজুমদার বলেন রাজ্যের জনগণের সার্বিক সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আগামী দিনে রাজ্য হজ কমিটির অগ্রগতির স্বার্থে তিনি কাজ করবেন। হজ কমিটির চেয়ারম্যান নিযুক্ত করায় তিনি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকল স্তরের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। এদিন বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের নেতৃত্বরা হজ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে শাহ আলম মজুমদারকে সংবর্ধনা জানিয়েছেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সদর আরবান জেলা কমিটির সভাপতি ফজলুর রহমান, সম্পাদক আমিন মোঃ আমিন, সহ সম্পাদক মোখলেছুর রহমান ,সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির সোশ্যাল মিডিয়া ও আই টি ইনচার্জ সামসুদ্দিন আকাশমিয়া সদর গ্রামীন জেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন সহ সভাপতি আব্দুল হাকিম। প্রসঙ্গত শাহ আলম মজুমদার বিজেপি ত্রিপুরা প্রদেশের সংখ্যালঘু মোর্চার সভাপতি। ইতিপূর্বে তিনি ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
Recent Comments