প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩ নভেম্বর,,
রাজ্যে পুলিশের থানা স্তরে বড়সড় বদলি তালিকা প্রকাশিত হল শনিবার। ১৯ জনের বদলি তালিকায় নাম রয়েছে ১৫ জন ইন্সপেক্টর, আইসি ইন্সপেক্টর সহ ৪ জন সাব ইন্সপেক্টরের। তালিকাতে নাম রয়েছে পূর্ব মহিলা থানার ওসি শিপ্রা বাবা চন্দ সহ রানীবাজার থানা, ধর্মনগর থানা, আমতলী থানা, আমবাসা থানা, শান্তির বাজার থানা, কুমারঘাট থানা, সহ বটতলা ফাঁড়ি থানা এবং মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসির।

পূর্ব মহিলা থানার ওসি করা হয়েছে শকুন্তলা দেববর্মা কে। ইন্সপেক্টর সঞ্জয় দাসকে কুমারঘাট থানার ওসি করা হয়েছে। ইন্সপেক্টর আশুতোষ শর্মাকে শান্তির বাজার থানার ওসি করা হয়েছে। হিমাদ্রি সরকারকে ধর্মনগর থানা থেকে আমতলি থানার ওসি করা হয়েছে। ইন্সপেক্টর শশাঙ্ক দাসকে রানীবাজার থানার ওসি করা হয়েছে। আমতলী থানার স্মৃতি কান্ত বর্ধনকে ধর্মনগর থানার ওসি করা হয়েছে। ইন্সপেক্টর নন্দন দাসকে আমবাসা থানার ওসি করা হয়েছে। এসআই শুভজিৎ দেবকে বটতলা ফাঁড়ি থানার ওসি করা হয়েছে। এস আই কৃষ্ণধন দেবনাথকে মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসি করা হয়েছে। এই বদলি তালিকায় নাম থাকা প্রত্যেককে ৪ নভেম্বর এর মধ্যে নিজেদের বর্তমান কর্মস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মহা নির্দেশক অমিতাভ রঞ্জনের নির্দেশে শনিবার সন্ধ্যায় এই বদলি তালিকা প্রকাশিত হয়েছে।
Recent Comments