প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৯ নভেম্বর,,
ত্রিং উৎসব উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর রাজ্যে সরকারি ছুটি ঘোষণার দাবি জানালেন তিপড়া মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিধায়ক রঞ্জিত দেববর্মা নিজের বিধায়কের পদমর্যাদায় ব্যক্তিগতভাবে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সমস্ত সদস্যদের কাছে এই দাবিতে চিঠি দিয়েছেন।
ত্রিপুরার রাজন্য আমল থেকে চলে আসা তিপুরাব্দ বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে জনজাতিরা ত্রিং উৎসব পালন করেন। ২১ ডিসেম্বর রাত বারোটার পর থেকে এই অনুষ্ঠান শুরু হয়। সারারাত ব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান জনজাতি অংশের লোকজন। যেহেতু ত্রিং উৎসবে সারারাত ব্যাপী অনুষ্ঠান চলে তাই এরপর দিন ২২ ডিসেম্বর রাজ্যের সমস্ত অফিস সহ স্কুল কলেজে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন মথা বিধায়ক। তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে যাতে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারিভাবে ২২ ডিসেম্বরের ছুটি ঘোষণা করা হয়। তিনি যুক্তি দেখিয়েছেন ২১ ডিসেম্বর রাতে নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি কর্মচারী সহ সমাজের সমস্ত অংশের লোকজন ব্যস্ত থাকেন। রাত ১২ টার পরে এই অনুষ্ঠান শুরু হয় এবং প্রায় রাতব্যাপী চলে। তাই সারারাত না ঘুমিয়ে পরদিন সরকারি কর্মচারীরা অফিসে যেতে পারেন না। ছাত্রছাত্রীদের স্কুলে এবং কলেজে যেতে অসুবিধা হয়। যারা অফিসে এবং স্কুল কলেজে যান তারাও সেখানে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন না। এই জন্যই ২২ ডিসেম্বর ত্রিং উৎসব উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা উচিত বলে তিনি জোরালো দাবি তুলেছেন।
Recent Comments