সংবাদ প্রতিনিধি ,,আগরতলা ,,২৩ আগস্ট,,
অসাধু ব্যবসায়ীদের লাগাম টানতে জিরানিয়া চম্পকনগর বাজারে বিশেষ অভিযান করল জিরানিয়া মহাকুমা প্রশাসন। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। অভিযানে চম্পকনগর বাজারে মুদি ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা যাচাই করেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযান চলে বোতল জাতীয় পানীয় জলের গুণমান পরীক্ষা , প্লাস্টিক ব্যাগ এবং অবৈধ পণ্য সামগ্রী উপর। অভিযানে নিয়মের বাইরে গিয়ে আলু এবং পেঁয়াজের মূল্যবৃদ্ধি করার জন্য কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।
কিছু পরিমাণ প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করা হয়। একইভাবে যেসব ব্যবসায়ীর ব্যবসার লাইসেন্স সঠিক ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। জিরানিয়া ডিসিএম অনিল দাস এবং সুভাষ দেবনাথের নেতৃত্বে এই অভিযান হয়। অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের সিনিয়র ফুড ইন্সপেক্টর সুব্রত সাহা এবং জতন দাস। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে।
Recent Comments