সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,,১২ এপ্রিল,,
শুক্রবার সকালে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার ।ঘটনা চড়িলাম কড়ুইমুড়া এলাকায় । মৃত মহিলার নাম কাজল নমঃ (৬০),স্বামীর নাম সাধন নমঃ। বাড়ি চড়িলাম কড়ুইমুড়া এলাকার । ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সকালে আগরতলা থেকে সাব্রুম দ্রুতগামী ট্রেন শুক্রবার সকালে বিশালগড় রেল স্টেশন হয়ে বিশ্রামগঞ্জে পৌঁছানোর আগে চড়িলাম কড়ুইমুড়া এলাকায় রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয় কাজল নমঃ-র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশ এই ঘটনায় দুর্ঘটনার মামলায় তদন্ত শুরু করেছে।
Recent Comments