প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা,, ১৫ মে,,
খুব শীঘ্রই চালু হচ্ছে আগরতলা আখাউড়া রোডে নিয়মিত রেল চলাচল। এই রেল পথ ধরে যাত্রীবাহী এবং পণ্যবাহী রেল নিয়মিত যাতায়াত করবে ভারত-বাংলাদেশে। বুধবার আগরতলা আখাউড়া রেলপথ পরিদর্শনের পর এই কথা জানান ভারতীয় রেল বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার অনিল কুমার খণ্ডেলওয়াল। তিনি বলেন গোটা উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নততর করার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে। এবছরের শেষের মধ্যেই আগরতলা পর্যন্ত রেল লাইনে ইলেক্ট্রিফিকেশনের কাজ শেষ হয়ে যাবে। প্রসঙ্গত এদিন সেন্ট্রাল রেলওয়ে জেনারেল ম্যানেজার সহ উত্তর পূর্বাঞ্চলের বিভাগের একাধিক আধিকারিক আগরতলা আখাউড়া আগরতলা রেল লাইন পরিদর্শন করেন এবং পরীক্ষণ করেন। এই রেল পথে খুব শীঘ্রই যাত্রীবাহী এবং পণ্যবাহী রেল যাতায়াত করবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
Recent Comments