Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরকোটা আন্দোলনে অস্থির বাংলাদেশ ! শ্রীমন্তপুর দিয়ে দেশে ঢুকছেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা।

কোটা আন্দোলনে অস্থির বাংলাদেশ ! শ্রীমন্তপুর দিয়ে দেশে ঢুকছেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,, ২০ জুলাই,,

কোটা আন্দোলনের জেরে গত কিছুদিন যাবত অস্থির রয়েছে বাংলাদেশ। অস্থির বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার সাথে যুক্ত নাগরিকদের সাহায্যে ইতিমধ্যেই বিশেষ হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ স্থিত ভারতীয় হাইকমিশন। এর মধ্যেই বাংলাদেশ থেকে ফিরে আসছেন ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা। একটি তথ্য অনুযায়ী বাংলাদেশ সাড়ে ৮ হাজারের বেশি ভারতীয় ছাত্র ছাত্রী রয়েছেন। কোটা আন্দোলনের জেরে সেখানে স্কুল কলেজ সমস্ত কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা কিছু জায়গায় সমস্যায় রয়েছেন। এই অবস্থায় ভারতীয় হাই কমিশনের স্থানীয় কর্মকর্তাদের মদতে ভারতীয় ছাত্রছাত্রীরা দেশে ফিরছেন। গত কয়েকদিন যাবত আগরতলা আন্তর্জাতিক স্থল বন্দর সহ সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা এপারে আসছেন। শনিবার দুপুরে সোনামুড়া শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে ২৪ জন ছাত্র-ছাত্রী ভারতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন । তাদের মধ্যে উত্তর পূর্বাঞ্চল সহ দক্ষিণ ভারত এবং কাশ্মীরের ছাত্রছাত্রী রয়েছেন।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

সন্ধ্যার মধ্যে শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে আরো ১৪০ জন ছাত্রছাত্রী ভারতে ঢুকার কথা রয়েছে। আখাউড়া স্থল বন্দর দিয়েও অনেকে ত্রিপুরায় প্রবেশ করছেন। ছাত্রছাত্রীরা ত্রিপুরায় ঢুকে স্থলবন্দরে কর্মরত ৮১ নম্বর বাহিনীর ভারতীয় বিএসএফ জোয়ানদের বিশেষ প্রশংসা করেছেন। বি এস এফ জোয়ানরা ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা চালু করেছেন। তাদেরকে ভারতীয় সীমান্তে প্রবেশের পরই গাড়িতে কাস্টম অফিসে এনে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করছেন। এদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ছাত্র-ছাত্রীরা দেশে ঢুকেছেন। রাজ্য সরকারের সহযোগিতায় তাদের একাংশকে ভগৎ সিং যুব আবাসে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

একইভাবে তাদেরকে বিশ্রামের এবং হালকা খাবারের ব্যবস্থা করে মানসিকভাবে মনোবল চাঙ্গা করতে সহযোগিতা করছেন। ত্রিপুরা থেকে আগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেদের রাজ্যে ফিরে যাবেন। ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী উদ্দেশ্যে দাবি তুলেছেন ত্রিপুরা থেকে নিজ রাজ্যে যাবার ক্ষেত্রে তাদের বিমান ভাড়া যাতে কম করা হয়।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments