প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ২৮ মে,,
জম্পুইজলা প্রমোদ নগরের কৃতি ছাত্রী তসলিমা আক্তারের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। তসলিমা আক্তার শারীরিকভাবে প্রতিবন্ধী। তার পরিবার আর্থিকভাবে নিম্ন বৃত্তের। কিন্তু সমস্ত শারীরিক ,মানসিক এবং সামাজিক প্রতিকূলতাকে দূরে ঠেলে তাসলিমা এ বছর ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছে। জম্পুইজলা প্রমোদ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে একমাত্র তসলিমা আক্তার প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তার এই সাফল্য নিয়ে গোটা এলাকায় উৎসাহ রয়েছে। বিভিন্ন মহল থেকে তাসলিমা আক্তারকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হচ্ছে। সোমবার আগরতলা থেকে তসলিমা আক্তারের বাড়িতে ছুটে যান রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। তিনি তাসলিমাকে উত্তরীয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি শাহ আলম মজুমদার প্রতিবন্ধী দরিদ্র পরিবারের এই কৃতি সন্তানের শিক্ষা জারি রাখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনিক সাহায্যের আর্জি জানান।
Recent Comments