Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরজেলার খবরকূয়ো পরিস্কার করতে গিয়ে মৃত্যু ৩ শ্রমিকের ! মর্মান্তিক দুর্ঘটনা সোনামুড়া ধনপুরে।

কূয়ো পরিস্কার করতে গিয়ে মৃত্যু ৩ শ্রমিকের ! মর্মান্তিক দুর্ঘটনা সোনামুড়া ধনপুরে।

প্রতিধ্বনি প্রতিনিধি,, সোনামুড়া,, ৮ জুন,,

স্কুলের রিং কূয়া পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হয়েছে পরপর তিন জন শ্রমিকের। শনিবার দুপুরে ভয়ানক এই দুর্ঘটনা ঘটে ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ নেওয়ামুড়া জুনিয়র বেসিক স্কুলে। মৃত তিন শ্রমিকের নাম যথাক্রমে শুক্রমনি মুড়া সিং, শম্ভু কুমার দেববর্মা এবং অশোক কুমার ত্রিপুরা। ঘটনার বিবরনের জানা যায় স্কুলের রিং কূয়া দীর্ঘদিন ধরে অপরিষ্কার হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই কূয়া পরিস্কারের জন্য শ্রমিকদের ডাকেন। তিনজন শ্রমিক এদিন কূয়া পরিষ্কার করতে আসেন। কিন্তু তারা বুঝতে পারেননি ভেতরে প্রচন্ড পরিমাণে বিষাক্ত গ্যাস জমে আছে। পরিষ্কার করতে নেমে প্রথমে একজন বিষাক্ত গ্যাসের কারণে জ্ঞান হারিয়ে জলের মধ্যে পড়ে যান। সহ শ্রমিকরা গ্যাসের ব্যাপারটি বুঝতে পারেননি। তাদের ধারণা ছিল হয়তোবা প্রথমজন জলে ডুবে গেছে। প্রথম জনকে বাঁচাতে পর পর আরো দুইজন কূয়ার জলে নামেন। সেখানে তারা তিনজনই মারা যান। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে গিয়ে কোনক্রমে তাঁদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Oplus_0

হাসপাতালে নেওয়ার পর তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে তিন শ্রমিকের মৃত্যুতে এলাকাতে শোক ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নাগরিক মহল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments