প্রতিধ্বনি প্রতিনিধি,, বক্সনগর,, ৩০ জুলাই,,
নেশা বিরোধী অভিযানে নেমে মঙ্গলবার তিন লক্ষ দিক গাঁজার চারা গাছ ধ্বংস করলো কলমচৌড়া থানার পুলিশ। থানার ওসি নাড়ুগোপাল দেবের নেতৃত্বে এদিন এই অভিযান চলে। পুলিশ গোপন খবরের ভিত্তিতে সকাল দশটার পর অভিযান চালায় মানিকনগরের গভীর জঙ্গলে। জঙ্গলের ভেতরে চাষ করা হয়েছিল গাঁজার নার্সারি। পুলিশ টিএসআর জোয়ানদের সঙ্গে নিয়ে নার্সারিতে ঢুকে চারা গাছ ধ্বংস করে।
টানা ২ ঘন্টার অভিযানে তিন লক্ষের উপর চারা গাছ ধ্বংস করা হয়েছে বলে ওসি দাবি করেছেন। তবে এই গাঁজা নার্সারির মালিক কে ছিল কিংবা তার বিরুদ্ধে কোন মামলা নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে পুলিশের কাছ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
Recent Comments