সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১ অক্টোবর,,
কিংবদন্তী সঙ্গীতশিল্পী রাজ্যের কৃতি সন্তান কুমার শচীন দেব বর্মনের ১১৭ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রাজ্যে। শচীন দেব বর্মনের জন্মদিনে আগরতলায় রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য। অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ সংস্কৃতি অনুরাগীর মানুষজন অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা শচীন দেব বর্মনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।