Saturday, January 11, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরএডিসি ভিলেজে মসজিদে হামলা ! এলাকা পরিদর্শন করলেন হজ কমিটির চেয়ারম্যান; রাখলেন...

এডিসি ভিলেজে মসজিদে হামলা ! এলাকা পরিদর্শন করলেন হজ কমিটির চেয়ারম্যান; রাখলেন শান্তির বার্তা

সংবাদ প্রতিনিধ,, আগরতলা,,৯ অক্টোবর,,
মান্দাই এডিসি ভিলেজে মথা কর্মীদের দ্বারা মসজিদ আক্রমণের ঘটনায় সোমবার ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনে গেলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। তিনি রানিবাজার হরিনামুড়া মসজিদে গিয়ে ক্ষয়ক্ষতি দেখেন। এলাকার লোক এবং মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলে হামলার কারণ এবং ধরন সম্পর্কে অবগত হন। পরবর্তীকালে তিনি বিষয়টি নিয়ে তিপরামথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আহ্বান রেখেছেন পাহাড়ি এলাকায় স্বল্প সংখ্যক বাঙালি দীর্ঘ বছর যাবত বসবাস করে আসছেন। তাদের জান মাল রক্ষা করার দায়িত্ব পাহাড়ি ভাই-বোনদের। এক্ষেত্রে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত মহারাজ প্রদ্যুৎ কিশোরের মথা নেতৃত্ব যাতে সম্প্রীতি রক্ষায় উদ্যোগ গ্রহণ করেন এবং ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ক্ষয়ক্ষতির ব্যবস্থা করেন তার জন্য দাবি রেখেছেন শাহ আলম মজুমদার। পাশাপাশি এই বিষয়ে তিনি ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে রাজ্য সরকার যাতে কার্যকরী ভূমিকা গ্রহণ করে তার জন্য পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত মান্দাই বিধানসভা কেন্দ্রের হরিনামুড়া এডিসি ভিলেজের একটি মসজিদে রবিবার বিকেলে শানু দেববর্মার নেতৃত্বে একদল দুষ্কৃতী হামলা চালায়। তারা আজান বন্ধ করার হুমকি দেয় এবং মসজিদের সীমানার টিনের বেড়া ভেঙে দেয়। হামলাকারীরা মথা কর্মী বলে এলাকাতে চিহ্নিত হয়েছেন। ঘটনার পরে এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শনের আশ্বাস দিলেও ২৪ ঘন্টা বাদেও তিনি এলাকার কোন খবর নেননি বলে স্থানীয় মহলের অভিযোগ। রাজ্যের সংখ্যালঘুদের প্রতি মায়া কান্না দেখানো মথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এখন কি ভূমিকা নেন তাই দেখার অপেক্ষায় রয়েছেন স্থানীয় সংখ্যালঘু অংশের নাগরিক মহল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments