সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১৩ সেপ্টেম্বর,,,
এটিএম মেশিনের সঙ্গে প্রতারণা করতে গিয়ে ধরা পরল এক প্রতারক। ধৃতের নাম দীপঙ্কর দেবনাথ। তার বাড়ি সোনামুড়া ধনপুরে। দীপঙ্কর দেবনাথ এর বিরুদ্ধে অভিযোগ সে এটিএম মেশিনের মাধ্যমে নিজের ব্যক্তিগত একাউন্টে জাল ৫০০ টাকার নোট ঢুকিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল। কিন্তু অত্যাধুনিক মেশিনের ব্যবস্থাপনায় তার এই জালিয়াতি ধরা পড়ে যায় এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পুলিশে মামলা করেন। অবশেষে রাজধানীর এখন সি সি থানার পুলিশ দীপঙ্কর দেবনাথকে গ্রেফতার করে আদালতে হাজির করে। ঘটনার বিবরণের জানাজায় দীপঙ্কর দেবনাথ এর অ্যাক্সিস ব্যাংকের ধনপুর শাখায় একটি অ্যাকাউন্ট রয়েছে। ৩ মার্চ ২০২৩ রাত ৩ টা নাগাদ দীপঙ্কর দেবনাথ আগরতলার কুঞ্জবনে আ্যক্সিস ব্যাংকের একটি এটিএম কাউন্টারে গিয়ে নিজের সেই একাউন্টে ১০৩ টি ৫০০ টাকার জাল নোট জমা করেন। পরবর্তীকালে ব্যাংক কর্তৃপক্ষ এটিএম কাউন্টারের মেশিনে সেই ১০৩টি ৫০০ টাকার জ্বালানোর উদ্ধার করে। এটিএম মেশিন সেই জাল নোটগুলিকে রিজেক্ট হিসাবে মেশিনের ভেতরে নির্দিষ্ট স্থানে ফেলে রেখেছিল। ব্যাংক কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত দীপঙ্কর দেবনাথকে শনাক্ত করে। পরবর্তীকালে বিষয়টি নিয়ে এনসিসি থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশ মামলার তদন্ত নেমে মঙ্গলবার রাতে অভিযুক্ত দীপঙ্কর দেবনাথকে গ্রেফতার করে পরবর্তীকালে আদালতে হাজির করে। পুলিশের বিবরণ দীপঙ্কর দেবনাথ ভেবেছিল জাল নোট ব্যাংকে জমা দিতে গেলে সে ধরা পড়ে যাবে। কিন্তু এটিএম মেশিনে জমা করলে তার জাল নোটগুলো খাঁটি টাকা হিসেবে একাউন্টে জমা পড়বে। কিন্তু এটিএম মেশিনের অত্যাধুনিক প্রযুক্তির কারণে জাল নোটগুলি চিহ্নিত হয়ে পড়ে এবং তার প্রতারণা ধরা পড়ে যায়। এনসিসি থানার পুলিশের ধারণা ধৃত দীপঙ্কর দেবনাথ জাল নোট কারবারি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Recent Comments