সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,,১৩ জানুয়ারি,,
স্বামী – সন্তান ফেলে প্রতিবেশীর হাত ধরে পালিয়ে যাওয়ার পথে প্রেমিক সহ স্বামীর হাতে ধরা পড়ল স্ত্রী। ঘটনা শনিবার দুপুর দেড়টা নাগাদ বিশালগড় অফিস টিলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে এক মহিলাকে নিয়ে রীতিমতো টানা হেচঁড়া শুরু হয় দুই পুরুষের মধ্যে। জাতীয় সড়কের ওপরেই মহিলার স্বামী এবং প্রেমিকের মধ্যে চলে এক প্রস্থ মারপিট।

দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ । পুলিশ মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায় বিশালগড় ধ্বজনগর এলাকার গাড়ি চালক জহিরের স্ত্রী জেসমিন দীর্ঘদিন যাবত এলাকারই দুই সন্তানের পিতা মামুন খানের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। শনিবার জেসমিন প্রেমিক মামুনের হাত ধরে স্বামী সহ সন্তান ফেলে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল বলে অভিযোগ। স্বামী টের পেয়ে যায় এবং দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে থেকে স্ত্রী সহ অবৈধ প্রেমিককে আটক করে ফেলে । সেখানে মহিলার স্বামী এবং অবৈধ প্রেমিকের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। পরবর্তী সময়ে ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে এলাকার জনগণ ।খবর দেওয়া হয় পুলিশকে ।পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি শান্ত করে।
Recent Comments