প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ অক্টোবর,,
আনন্দ সবার মধ্যে ভাগ করে নিলেই দুর্গোৎসব সার্বজনীন হয়ে উঠবে। বন্যা দুর্গত ত্রিপুরায় সবাইকে একটু একটু আনন্দদানের মধ্য দিয়েই আমরা দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে চাইছি। শনিবার দুর্গোৎসবকে সামনে রেখে খয়েরপুর এলাকার ৫ টি পঞ্চায়েত এলাকার নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় খয়েরপুর বিধানসভার পশ্চিম নোয়াবাদি আমতলী স্থিত একতারা কমিউনিটি হলে ।
এদিনের অনুষ্ঠানে দেবরাম ঠাকুর পাড়া পঞ্চায়েত, শান্তিপাড়া পঞ্চায়েত , রাধা কিশোর নগর পঞ্চায়েত , দুর্গা চৌধুরী পাড়া পঞ্চায়েত সহ পশ্চিম নোয়াবাদী পঞ্চায়েতের অপেক্ষাকৃত দরিদ্র অংশের জনগণের মধ্যে শাড়ি ও পাছড়া বিতরণ করা হয়। সেখানে আগত মহিলারা নিজেদের পছন্দের রং বাছাই করেন শাড়ি এবং পাছড়া তুলে নিন। উৎসবে বিধায়কের কাছ থেকে বস্ত্র পেয়ে আনন্দিত রয়েছেন এলাকার নাগরিক মহল।
Recent Comments