সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,, ৬ জানুয়ারি,,
খুনের মামলার সাক্ষী দিতে গিয়ে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক পুলিশ কনস্টেবল। চাঞ্চল্যকর এই ঘটনা শনিবার বিশালগড় জেলা দায়রা আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রুপান্ত ডাঙ্গু । তিনি সিপাহিজলা জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত রয়েছেন ।
২০১৭ সালে বিশালগড় থানাধীর ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যাকাণ্ডের মামলায় সাক্ষী হিসেবে শনিবার তিনি জেলা দারা দায়রা আদালতে হাজির হয়েছিলেন। আদালতের বিচারক ছিলেন সম্মানীয় দেবাশীষ কর। অভিযোগ কনস্টেবল রূপান্ত ডাঙ্গু মুখে খনি দিয়ে নেশাগ্রস্ত অবস্থায় বিচারকের সামনে হাজির হন এবং সাক্ষ্য বাক্য দিতে গিয়ে বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তিনি একজন পুলিশ কর্মী হিসেবে নিজের মর্যাদা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখেন নি। একইভাবে তিনি আদালতের সম্মানহানি করেন বলে অভিযোগ। তাই বিচারক থানার পুলিশকে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতারের নির্দেশ দেন। জানা গেছে বিচারক ওই কনস্টেবলের বিরুদ্ধে মামলা করবেন। আদালত চত্বরে বিচারকের সাথে পুলিশকর্মীর দুর্ব্যবহার এবং পুলিশের হাতে পুলিশের গ্রেফতারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়।
Recent Comments