প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৯ জুন,,
আগরতলা রেল স্টেশনে ফের বাংলাদেশি নাগরিকদের আটক করল জিআরপি থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় রেল স্টেশনে একসঙ্গে ১১ জন বাংলাদেশে ধরা পড়েছে। তাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৬ জন পুরুষ রয়েছেন। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। রেল পথে তারা ভারতের দিল্লি চেন্নাই কলকাতা এবং উড়িষ্যায় যেতে চেয়েছিল। আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের আটক করে। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে।ধৃততের আগামীকাল আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। ধৃতদের মধ্যে রয়েছেন সুজন রানা(২০), আজিজুল শেখ (৩০) মোহাম্মদ লিমন (১৯) নার্গিস আক্তার (৩৪) ইউসুফ আলী (৩৬) শাহিদুল ইসলাম (২৬) নিপা মন্ডল (২৭) আঁখি বেগম (৩৫) অমি আক্তার (৩৫) সজীব আলী (১৯) আসমা বিশ্বাস (৩৬)।
Recent Comments