Home ত্রিপুরার খবর আগরতলা জিবি হাসপাতালের সফল কিডনি প্রতিস্থাপন।

আগরতলা জিবি হাসপাতালের সফল কিডনি প্রতিস্থাপন।

0
51

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ জুলাই,,

সোমবার ছিল রাজ্যের চিকিৎসা ইতিহাসে উল্লেখযোগ্য দিন। এদিন প্রথমবারের মতো আগরতলা জিবিপি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। কিডনী দাতা এবং গ্রহীতা(মা এবং ছেলে) দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রামনগরের মুন্না সাহা সূত্রধর (মা) নিজের ছেলে শুভম সূত্রধরকে কিডনি দান করেছেন। জিবি হাসপাতালে সফল কিডনি প্রতিস্থাপনের পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের চিকিৎসা ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহলের অভিমত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here