প্রতিধ্বনি প্রতিনিধি,,বিশালগড় ,, ১৬ এপ্রিল,,
অ্যাম্বুলেন্স এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুইজন। ঘটনা মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বিশালগড় মোটরস্ট্যান্ড সংলগ্ন ডিডব্লিউএস অফিসের সামনে। ঘটনার বিবরণে জানা যায় একটি অ্যাম্বুলেন্স শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে রোগী নিয়ে আগরতলা জিবি হাসপাতালে যাচ্ছিল। বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন ডি ডব্লিউ এস অফিসের সামনে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সের সামনে লাগিয়ে দেয়। বাইক এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে বাইকটি রাস্তায় পাশের ছিটকে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স রাস্তার পাশে ড্রেনে উল্টে যায়। এই দুর্ঘটনায় আহত হয় বাইক চালক পলাশ রায় এবং অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা পরিমল নমঃ। আহত বাইক চালক পলাশ রায়ের বাড়ি পশ্চিম লক্ষীবিল। আহত বাইক চালককে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। অপরদিকে আহত পরিমল নমঃ কে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। জানাযায় আহত পরিমল নমঃ-র বাড়ি জুলাইবাড়ি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার তদন্ত শুরু করে।
Recent Comments