সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২০ অক্টোবর,,
প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগরতলা থেকে যাত্রা শুরু করলো আগরতলা মুম্বাই পর্যন্ত যাত্রীবাহী রেল ‘কামাক্ষা – লোকমান্য তিলক এক্সপ্রেস।’ বৃহস্পতিবার আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে এই রেল পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আগরতলা রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা।
এছাড়াও গৌহাটিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সের মাধ্যমে পতাকা নেড়ে এক্সপ্রেস ট্রেন পরিষেবার সূচনা করেন। প্রসঙ্গত গৌহাটি এবং আগরতলার মধ্যে লোকমান্য তিলক কামাখ্যা, আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত চলাচল করবে। প্রতি বৃহস্পতিবার সকাল ছয়টায় আগরতলা রেল স্টেশন থেকে এই ট্রেন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটি মুম্বাই পৌঁছাবে শনিবার বিকেলে। মুম্বাই থেকে এই ট্রেন প্রতি রবিবার সকাল সাড়ে ৭ টায় আগরতলার উদ্দেশ্যে রওনা হবে এবং আগরতলায় পৌঁছাবে মঙ্গলবার সন্ধ্যায়। আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত এই রেল যাত্রার সময় থাকবে ৫৫ ঘণ্টা। আগরতলা মুম্বাই যাত্রীবাহী রেল সূচনায় ভ্রমণ প্রিয় নাগরিকদের মধ্যে উৎসাহ রয়েছে।
Recent Comments