প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ অক্টোবর,,
ধর্মীয় শ্রদ্ধা ভক্তির পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রতিবারের মতো এবারো প্রশংসনীয় উদ্যোগ নিয়ে মাঠে নামল পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকার একদল যুবক। রাস্তার পাশে এবং আবর্জনা স্তূপে ফেলে রাখা বিভিন্ন দেবদেবীর মূর্তি উদ্ধার করে তারা নিয়ম মেনে দশমী ঘাটে নিয়ে বিসর্জন করল।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
রবিবার ছুটির দিনে পশ্চিম নয়াবাদী এলাকার বিশ্বজিৎ দত্ত ,দীপঙ্কর দেবনাথ ,রাজদীপ বর্ধন, সায়ন নম, শ্যাম প্রসাদ সরকার, বিষ্ণু দত্ত সহ একদল যুবক একত্রে মিল রাস্তায় নেমে পড়ে। এলাকার প্রবীনদের কয়েকজনের সহযোগিতায় তারা একটি গাড়ি ভাড়া করে নেয়। সেই গাড়ি নিয়ে শুরু হয় অভিযান। পশ্চিম নোয়াবাদী থেকে শুরু করে খয়েরপুর পর্যন্ত রাস্তার পাশে ফেলে রাখা বিভিন্ন দেবদবীর মূর্তি এবং মূর্তির ভগ্নাবশেষ তারা উদ্ধার করে গাড়িতে তুলে এবং পরবর্তীকালে খয়েরপুর দশমীঘাটে নিয়ে বিসর্জন করে। যুবকদের বিবরণ পূজা শেষে এইভাবে হিন্দু ধর্মের দেবদেবীদের রাস্তার পাশে ফেলে রাখা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই তারা নিজেদের ধর্মকে অপমান থেকে রক্ষা করতে এই ধরনের উদ্যোগ নিয়েছে। তারা প্রতিটি ধর্ম প্রিয় নাগরিকের কাছে আহবান রেখেছে তারা যাতে পূজার পর কোন ভাবেই মূর্তিগুলি এইভাবে রাস্তার পাশে না পেলে নিয়ম মেনে দশমী ঘাটে নিয়ে বিসর্জন করেন।

প্রসঙ্গত প্রায়শই দেখা যায় পূজার পর অনেকে নিজেদের বাড়ি ঘরের দেবদেবীকে রাস্তার পাশে কিংবা আবর্জনা স্তূপে ফেলে রেখে দেন। এতে করে দেব-দেবীদের যেমন অপমান করা হয় তেমনি পরিবেশের ক্ষতি হয় এবং সামাজিক সৌন্দর্য নষ্ট হয়। এদিন পশ্চিম নোয়াবাদীর স্কুল-কলেজ পড়ুয়া যুবকদের ব্যতিক্রমী এই উদ্যোগ নাগরিক সমাজকে এক নতুন বার্তা তুলে দিয়েছে।
Recent Comments