Home ত্রিপুরার খবর আগরতলা খবর মহালয়া উপলক্ষে আগরতলায় আরএসএস-র সুদর্শনী।

মহালয়া উপলক্ষে আগরতলায় আরএসএস-র সুদর্শনী।

0
15

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২১ সেপ্টেম্বর,,

রবিবার মহালয়া উপলক্ষে আরএসএস-এর উদ্যোগে সুদর্শনী। আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমা আরএসএস-এর সদস্যরা এদিন মিছিল এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে আরএসএস-এর একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। আরএসএস এর এই মিছিলকে কেন্দ্র করে একটা অংশের নাগরিকের মধ্যে উৎসাহ লক্ষ্য নিয়ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here