প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাশহর,, ১৫ সেপ্টেম্বর,,
মানবিক এবং সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন নজির তৈরি করছে ত্রিপুরার ঊনকোটি জেলার শেখ ফাউন্ডেশন। প্রবাসী একাংশ মুসলিম ভাইদের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই ফাউন্ডেশন সারা বছরেই ধর্মের ঊর্ধ্বে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এবার এই শেখ ফাউন্ডেশন মহকুমার এক অসুস্থ হিন্দু বোনের চিকিৎসার জন্য সাহায্যে এগিয়ে এসেছে। ঊনকোটি ত্রিপুরার ত্রিপুরার চন্ডিপুর আর ডি ব্লকের অন্তর্গত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা হিন্দু গৃহবধূ দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে আক্রান্ত রয়েছেন। আর্থিক প্রতিকূলতায় তিনি সঠিকভাবে নিজের চিকিৎসা করতে পারছেন না। সম্প্রতি তিনি সাহায্য চান শেখ ফাউন্ডেশনের কাছে। এই খবর জানতে পেরে মাত্র দুদিনের ব্যবধানে রবিবার সেই মহিলার বাড়িতে ছুটে যান শেখ ফাউন্ডেশনের প্রতিনিধি দল।

তারা ওই অসুস্থ মহিলার হাতে নগদ টাকা সহ কিছু গৃহস্থালির সামগ্রী তুলে দেন। নিজের দুর্বল সময়ে মুসলিম ভাইদের এই ধরনের সহযোগিতা পেয়ে আপ্লুত রয়েছেন অসুস্থ মহিলা। তিনি বলেন এইসব ঘটনা প্রমাণ করে মানবিকতার সামনে ধর্মীয় পরিচয় কোন গুরুত্ব রাখে না। অন্যদিকে শেখ ফাউন্ডেশনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কৈলাসহর বাজার জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল জলিল সাহেব, টিলা বাজার জামে মসজিদের ইমাম মৌলানা আব্বাস আলী আল জলিলি সাহেব, মাওলানা সাদিক আলী, শেখ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা শেখ জসীমউদ্দীন, আব্দুল মালিক সহ অন্যরা।
Recent Comments