আগরতলা,, ৯ সেপ্টেম্বর,,
আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে সামাজিক মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন “আসন্ন শারদোৎসবকে সামনে রেখে প্রতিটি জনপদে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পূজার চাঁদা সংগ্রহের সময় সাধারণ মানুষের উপর কোনো প্রকার জুলুম বা চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে পূজা আয়োজকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে সর্বদা তৎপর রয়েছে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদোৎসব পরিণত হোক অনাবিল আনন্দ ও সম্প্রীতির উৎসবে।”
Recent Comments