প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,
বিধায়ক রতন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে খয়েরপুরে মন্ডলের উদ্যোগে সপ্তাহ ব্যাপী মানবিক এবং সামাজিক কর্মসূচি জারি রয়েছে। শনিবার খয়েরপুরে স্বপ্না ফাউন্ডেশনে রিহাব সেন্টারে চিকিৎসারত যুবকদের মধ্যে মধ্যাহ্ন ভোজন করানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সম্পাদক রাজেশ ভৌমিক, সহ-সম্পাদক অপূর্ব ভৌমিক, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেখানে মন্ডলের নেতৃত্ব দীর্ঘক্ষণ রিহাব সেন্টারে যুবকদের সঙ্গে কথাবার্তা বলেন। তারা বর্তমান সরকারের উদ্দেশ্য যুবকদের সামনে তুলে ধরে তাদেরকে নেশা থেকে দূরে সরে দেশ এবং সমাজের অগ্রগতির কাজে সামিল হতে উদ্ধত করেন।প্রসঙ্গত গত ২০ আগস্ট ছিল খয়েরপুর এলাকার বিধায়ক রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ রতন চক্রবর্তীর জন্মদিন। বিধায়কের জন্মদিন উপলক্ষে এলাকাতে বিভিন্ন ধরনের কর্মসূচি জারি রয়েছে। আগামী দিনেও এই ধরনের বিভিন্ন কর্মসূচি জারি থাকবে বলে মন্ডল সভাপতি জানিয়েছেন
Recent Comments