প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৩ আগস্ট,,
এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে মোহনপুরে উন্নয়নের ইতিহাসে আরো একটি নতুন পালক যুক্ত হল। শনিবার মোহনপুরে শুভ সূচনা হলো বহু প্রতীক্ষিত সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশনের কার্যালয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি, এলাকার বিধায়ক মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন এই নতুন আদালত শুধু ন্যায়বিচারের দরজা খুলবে না, বরং মানুষের মনে আশার আলো জ্বালাবে। বিচার প্রার্থী মানুষের দুয়ারে যাতে সঠিক সময়ে ন্যায় পৌঁছাতে পারে সেই জন্যই এই আদালত বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে মোহনপুর মহকুমা তে নতুন আদালতে চালু হওয়ায় এলাকার নাগরিকরা অত্যন্ত খুশি রয়েছেন ।
Recent Comments