প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ আগস্ট,,
দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে রক্তদানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেব স্বাধীনতা দিবসের সকালে প্রথমে নিজের বাসভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরবর্তীকালে তিনি অমরপুর টাউন হলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে সাংসদ শ্রী দেব স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। সাংসদ বিপ্লব দেব বলেন এক ইউনিট রক্ত, কোন ব্যক্তির জীবন রক্ষার অন্তিম উপায় হতে পারে। তিনি নাগরিকদের উৎসাহিত করেন এবং আহ্বান জানান মাঝে মাঝে রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানোর মহৎ কর্মে শামিল হওয়ার।
Recent Comments