প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৪ আগস্ট,,
স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে রাজ্য বড়সড় উগ্রপন্থী হামলার ছক ভেস্তে দিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর আসাম থেকে পরিচালিত ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট স্বাধীনতা দিবসে রাজ্যে উগ্রপন্থী হামলার ছক কষে ছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কাঞ্চনপুর মহকুমায় উগ্রপন্থী হামলার মাধ্যমে তারা নতুন করে রাজ্যে উগ্রপন্থী এবং সন্ত্রাস আতঙ্ক তৈরি করতে চেয়েছিল। হামলার উদ্দেশ্যে তারা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক সামগ্রী নিয়ে কাঞ্চনপুরে ঢুকেছিলা।
কিন্তু ত্রিপুরা পুলিশের অতি সক্রিয় গোয়েন্দা বিভাগ সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়। গোয়েন্দা বিভাগে আগে থেকেই খবর ছিল টিইউএনএফ এর একটি উগ্রপন্থী দল নাশকতার উদ্দেশ্যে কাঞ্চনপুরে ঢুকছে। সেই তথ্যের ভিত্তিতে ভাংমুন থানার পুলিশের একটি দল কাঞ্চনপুর – ভাংমুন সড়কে ফাঁদ পেতে বসে। ভাংমুন ইডেন লজের সামনে আসতেই পুলিশ ধনঞ্জয় রিয়াং এবং সদা নন্দ রিয়াং নামে দুইজনকে আটক করে। তারা দুজন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সদস্য বলে পুলিশের দাবি। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ সহ মোবাইল ফোন এবং বৈরী কার্যকলাপে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। উত্তর ত্রিপুরা পুলিশের ভাংমুন থানার একটি দল তাদেরকে গ্রেফতার করেছে। সেখান থেকে তাদেরকে মহাকুমা সদরে নেওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রের দাবি তাদের আরো সদস্য সক্রিয় থাকতে পারে। অন্য সদস্যদের খবর জানতে পুলিশ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
Recent Comments