প্রতিধ্বনি প্রতিনিধি ,,আগরতলা,, ১৪ আগস্ট,,
স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে ভোট চুরির অভিযোগে দেশব্যাপী গর্জে উঠলো সর্বভারতীয় কংগ্রেস দল। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে গোটা দেশের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হলো কংগ্রেসের প্রতিবাদ মোমবাতি মিছিল। মোদী সরকারের হয়ে ভোট চুরির অভিযোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলা সহ ধর্মনগর এবং রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন কর্মী-সমর্থকদের মধ্যে এক ভিন্ন ধরনের মনোবল লক্ষ্য করা গেছে।

সদর জেলা কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে অনুষ্ঠিত মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেসের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ যুব এবং ছাত্র, মহিলা নেতৃত্ব। এই প্রতিবাদ কর্মসূচিতে শতাধিক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। অন্যদিকে একই কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন জেলায়।
Recent Comments