আগরতলা,,৭ আগস্ট,,
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হলো মিটার অটো রিক্সার রং পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে এক বিশেষ পর্যালোচনা বৈঠক। বৈঠকে পৌরহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব, কমিশনার, আইজি আইন শৃঙ্খলা সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এই বৈঠকে শহর এবং শহরতলীর বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মিটার যুক্ত অটো রিক্সার সামনের প্যানেলে “গোলাপি রং” আঁকার জন্য পূর্ববর্তী সিদ্ধান্তের উপর আলোচনা হয়। বৈঠকে পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিরসনে দপ্তর আধিকারিকদের নির্দেশ করেন মন্ত্রী শ্রী চৌধুরী।
Recent Comments